|| কিছু শাশ্বত বাণী || কর্মই মানুষকে মহান করে তোলে। সাধনার দ্বারা, সেবার দ্বারা ও ত্যাগের দ্বারা মহান হও। (শ্রী শ্রী আনন্দমূর্ত্তি) কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো। (ভগবান শ্রীকৃষ্ণ) পৃথিবীতে মানুষ এসেছে প্রেমধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেবার জন্য। প্রেমধর্ম ছাড়া সব কিছুই বৃথা। (শ্রী শ্রী চৈতন্যদেব) যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। (শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব) বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হলো (মা সারদাদেবী) উপদেশ সকল স্থানেই ছড়িয়ে আছে। কেবল কুড়িয়ে নিতে পারলেই হয়। (মা আনন্দময়ী) জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। (স্বামী বিবেকানন্দ) মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর। (শ্রী শ্রী রামঠাকুর) যে শিক্ষা চিত্তবৃত্তির উন্মেষ সাধন করতে গিয়ে নম্রতা ও কমনীয়তা বিনষ্ট করে তা প্রকৃত শিক্ষা নয়। (ভগিনী নিবেদিতা) দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন। (ঈশ্...