Skip to main content

Posts

Showing posts from September, 2022

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় (Sreeradha Bandyopadhyay/ Sreeradha Banerjee/ Sriradha Banerjee)

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়  (শ্রীরাধা ব্যানার্জি)   হলেন একজন ভারতীয় বাঙালী গায়িকা। তিনি হলেন রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী। তিনি অন্যান্য গীতিকারের লেখা গানও গেয়েছেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য কন্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন। তিনি পেয়েছেন বিভিন্ন পুরস্কার।  তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একটি সাঙ্গীতিক পরিবারে জন্মগ্রহণ করেন।  তাঁর পিতামাতা ছিলেন সুন্দর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তাঁর দুই বোনও (বড়বোন রূপরেখা ও ছোটবোন রাজশ্রী)  ভালো গান গাইতে জানেন।  শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য অ্যালবামগুলি হল আগমনীর আঙিনায় (২০০১), চির-অচেনা পরদেশী (২০০৪, ইন্দ্রনীল সেনের সাথে), টুপুর টুপুর নূপুর বাজে (২০০৮), আমার মা (২০০৮, ইন্দ্রানী সেনের সাথে), হৃদয়ের কথা (২০১০), ত্রিযামা (২০১৩, শ্রাবনী সেন এবং লোপামুদ্রা মিত্রের সাথে), অসময়ের কুহু (২০১৬), আলোর অমল কমলখানি (২০২১, শ্রীকান্ত আচার্যের সাথে), আমার হিয়ার মাঝে (২০২১, অদিতি মহসিন ও জয়তী চক্রবর্তীর সাথে), এক সমুদ্র ভালোবাসা (২০২২, সুবীর সেন এবং সুনন্দা বসাকের সাথে), ইত্যাদি। Biography in Engli...