অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (অভিজিৎ ব্যানার্জি নামেও পরিচিত; জন্ম: ১৯৩০/১৯৩১/১৯৩২ – মৃত্যু: ২১ ফেব্রুয়ারী ২০২২) ছিলেন একজন ভারতীয় বাঙালী সুরকার, গীতিকার ও গায়ক। তিনি ভারতের বাংলা চলচ্চিত্রে কাজ করে নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তাঁর গানের অ্যালবামগুলোও জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, সুবীর সেন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৈমন্তী শুক্লা সহ সেই সময়ের একাধিক শিল্পী তাঁর সুরারোপিত গানে কন্ঠ দিয়েছিলেন। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ, ইত্যাদি। "মেঘের পরে মেঘ" (১৯৭৩), "জীবন রহস্য" (১৯৭৩), "বালক শরৎচন্দ্র" (১৯৭৬), "আমি রতন" (১৯৭৭), "তিলোত্তমা" (১৯৭৮), "সাহেব" (১৯৮১), "চেনা অচেনা" (১৯৮৩), "পূজারিণী" (১৯৮৪), "জীবন প্রদীপ" (১৯৯১), ইত্যাদি চলচ্চিত্রে তিনি সঙ্গীত পরিচালনা করে অমর হয়ে আছেন। তথ্যসূত্র: https://www.anandabazar.com/entertainment/v...